Saturday, October 25, 2014

খুব সহজে ফটোশপ এবং ইলাস্টেটারে বাংলা লিখুন অভ্র দিয়ে

খুব সহজেই ফটোশপ এবং ইলাস্টেটরে বাংলা লেখুন অভ্র দিয়ে
আমরা যারা ডিজাইনার প্রায়ই এমন হয় যে কোন ব্যানার ,পেপার অ্যাড কিংবা ওয়েব টেম্পলেট ইত্যাদি বাংলায় করতে গেলে বাংলা ফন্টে লেখার প্রয়োজন অনুভব করে থাকি।
অনেকেই হয়ত জানেন কীভাবে বাংলায় লেখা যায়। তবে যারা একেবারেই নতুন তাদের কে শুরু শুরুতে ভিষণ ভোগান্তিতে পরতে হয় যেমনটি আমাকে পরতে হয়েছিলো। তাই শুধুমাত্র নতুনদের স্বার্থে এই টিউটোরিয়ালটি লেখা
আশা করি কাজে আসবে। টিউটোরিয়ালটি ফটোশপ সিএস৩ তে করা। আজ আমরা জেনে নিব কীভাবে অভ্র দিয়ে ফটোশপ ও ইলাস্টেটরে বাংলা লেখা যায়ঃ
(যদি অভ্র ইন্সটল করা না থাকে তবে গুগল এ অভ্র কীবোর্ড লিখে সার্চ দিলে ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে অথবা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন-
http://www.omicronlab.com/avro-keyboard-download.html)
ধাপ-১: ফটোশপ ওপেন করে নতুন ডকুমেন্ট নিব।
ধাপ-২: অভ্র টাস্কবার এ English মোড অন থাকলে বাংলা মোড অন করে নিব।

ধাপ-৩: অভ্র টাস্কবার থেকে Tool and Settings অপশন এ যাবো।

ধাপ-৪: সেখান থেকে ৩ নং অপশন Output as ANSI অপশন সিলেক্ট করব।

ধাপ-৫: ফটোশপ এর টুলবার হেকে Type Tool সিলেক্ট করব।

ধাপ-৬: ক্যারেক্টার পেলেট থেকে Siyam Rupali ANSI সিলেক্ট করব।

ধাপ-৭: এবার ডকুমেন্ট এ লিখলে দেখতে পাব বাংলা লেখা হচ্ছে।

No comments:

Post a Comment