Thursday, October 16, 2014

টুইটারে টুইট করেই তরুণের আয় ৫ লাখ ডলার

টুইটারে টুইট করেই তরুণের আয় ৫ লাখ ডলার

  

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের বাসিন্দা ক্রিস স্যানচেজ ২৩ বছরের তরুণ। টুইটারে তার অনুসারীর সংখ্যা ৭০ লাখেরও বেশি। টুইটারে তিনি অতীতে বা সদ্য ঘটে যাওয়া বিভিন্ন সত্য ঘটনা, তথ্য টুইট করেন। কাল্পনিক তথ্য বা ঘটনাও সেখানে থাকে। আর তাতেই তার বার্ষিক আয় ৫ লাখ ডলার বা বাংলাদেশী মুদ্রায় ৩ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার টাকা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। তার টুইটার অ্যাকাউন্টটির নাম উবারফ্যাক্টস। চুক্তিভিত্তিকভা
বে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত তিনি। বিভিন্ন টুইট পোস্টে তিনি যে লিংকগুলো দেন, সেখানে প্রতি ক্লিকে তার আয় দশমিক ০১ থেকে দশমিক ০৩ ডলার। এভাবে প্রতিটি ক্লিকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার আয়। প্রতিদিন বাড়ছে অনুসারীর সংখ্যাও। উবারফ্যাক্টস নামে একটি অ্যাপও তৈরি করেছেন স্যানচেজ। সেখান থেকেও আসছে মোট অঙ্কের অর্থ। এ পর্যন্ত অ্যাপটি ডাউনলোড করেছেন ১৫ লাখ মানুষ।

No comments:

Post a Comment